মাত্র ১৫ ওভার ৪ বল ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় ভারত।
আজ বৃহস্পতিবার রাজকোটে টি-টোয়েন্টি সিরিজের
দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।
দলের হয়ে সসবচেয়ে বেশি রান করে নাইম ইসলাম ৩৬ রান (৩১) বলে এবং বাকিরা সোম্য সরকার ৩০ (২০) লিটন দাস ২৯ (৩০) অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩০ (২১) করে।
বল হাতে আমিনুল ইসলাম চার ওভারে ২৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেই।
ভারত ১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হন রোহিত শর্মা। মোস্তাফিজুর রহমানের প্রথম ওভার থেকে শিখর ধাওয়ান নেন ৯ রান এরপর থেকেই যেন ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় অধিনায়ক।
দলের হয়ে সসবচেয়ে বেশি রান করে রোহিত শর্মা ছয়টি ৬ চারটি চারের সাহায্যে ৮২ (৪৩) শেখর ধাওয়ান ৩১ (২৭) শ্রেয়াস আয়ার ৭* (৯)
লোকেশ রাহুল ২২* (১২)। বল হাতে যুজবেন্দ্র চাহাল চার ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেই এবং বাকি তিন জন একটি করে উইকেট নেই।।
Leave a Reply