তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে সুজন মিয়া (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া ৩ মাথা রেল গেটে ট্রেনের নিচে ঝাপ দিয়ে তিনি আত্মহত্যা করে। নিহত সুজন মিয়া কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের মংলা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সৃত্রে জানা যায়, নিহত সুজন মিয়া মঙ্গলবার সকালে বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে তার বিছানার পাশে ১টি চিরকুট দেখতে পায় স্বজনরা। চিরকুটে লেখা ছিলে-‘আমি মোঃ সবজু মিয়া বাবার নাম মংলা প্রাং। আমার শারীরিক অসুস্থাতার কারনে আমি আত্মহত্যা করেতেছি। কারন এত যাবত যে টাকা রোজগার করেছি তা আমি ওষধ খেয়ে শেষ করে দিয়েছি। তাই বাবা মার আশা যে আমি বা আমাকে বড় করে কোন দুঃখ দেয় নি। তাই আমি বাবা মার কাছে অনেক বড় ভাগ্যবান ছেলে। আমার পাড়া প্রতিবেশি ও আমার নিজের লোক সবার কাছে আমি ক্ষমা বা হাত জোড় করছি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ২ বোন যেন সুখে থাকে। বিদায় বোন/বিদায় মা/বিদায় বাবা’।
চিরকুটের অপর পৃষ্ঠায় লেখা ছিলো-‘আমি মোঃ সবুজ মিয়া আমার মতো সুখে জিবন আর কেউ কাটাতে পারবে না। কিন্তু একটি ভুলের কারনে আজ আমাকে মারা যেতে হচ্ছে। তাই সরকারি আইন আমার বাবা মার কোন শাস্তি বা দন্ড দিতে পারিবেন না। কারন এটা আমার ভুল। সবাই সুখে থাকিবেন বিদায়।’
গতকাল মঙ্গলবার বগুড়া ৩ মাথা রেল গেটে সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। পরে রেলওয়ে পুলিশ তার খন্ড বিভন্ড লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে ট্রেনে ঝাপ দিয়ে অজ্ঞাত যুবকের আত্মহত্যার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিখোঁজ সুজনের স্বজনরা রেলওয়ে ফাঁড়িতে গিয়ে তার লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসে।
বগুড়া মেডিকেল ফাঁড়ির এস আই আব্দুল আজিজ মন্ডল জানান, বগুড়া ৩ মাথা রেল গেটে এলাকায় এক যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply