কবি জহির বাবুল টাংঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ময়থা গ্রামে ২১ মে ১৯৫০ সালে জম্ম গ্রহন করেন তার পিতা প্রাথমিক বিদ্যালয়ের সনামধন্য শিক্ষক খন্দকার মাইন উদ্দিন মাতা সৈয়দা জাহারা খাতুন ছিলেন আর্দশ গৃহিণী। ময়থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। ময়থা উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করে সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইস,এস,সি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সংসার জীবনে তিনি পুস্তক ব্যবসায় নিয়োজিত ছিলেন। প্রতিষ্ঠানের নাম ছিল অরণি লাইব্রেরী। তিনি একজন স্য নীতিবান ব্যক্তি ছিলেন। সহজ সরল ভাবে জীবন যাপন করতেন ও কবিতা রচনা করতেন। স্বরচিত কবিতা আবৃত্তি করে বহুবার পুরস্কৃতও হয়েছেন। তার কবিতায় গ্রাম-গঞ্জের প্রতিছবি ফুটে উঠেছে। এছাড়াও প্রেম প্রীতি,ভালবাসা,নীতিবোধ,নীতিকথা,বাল্য স্মৃথি তার কবিতার প্রতিপাদ্য বিষয় ছিল। টাঙ্গাইল শহরস্থ কাগমারার সুনাম ধন্য ও সুপরিচিত দারগা মোঃ আব্দুল করিম সাহেবের তৃতীয় কন্যা ইসমত তারা পারভীণ এর সাথে ১৯৮৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সুযোগ্য ২ ছেলে প্রথম ছেলে ফজলুল হক (রানা )বিদেশে কর্মরত ও দ্বিতীয় ছেলে মেহেদী হাসান মেরাজ(ডেনটিস্ট)। তার লেখা বিভিন্ন পএ প্রএিকায় প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রস্থ- মধুপুর আমার হৃদয়। তিনি বিভিন্ন কবিতা উৎসবে স্বরচিত কবিতা পাঠ করে সম্মাননা প্রাপ্ত হন। তিনি টাঙ্গাইল গ্রস্থাগারের আজীবন সদস্য ছিলেন। এ সুনামধন্য ব্যক্তি ১৩ জানুয়ারি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি.. রাজেউন। তার পরিবার মরহুমের পারলৌকি শান্তির জন্য সকলের দোয়া কামনা করেন।
Leave a Reply